চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘অধ্যাপক পুলিন দে খুবই সাদাসিধে এবং একইসাথে বিপ্লবী রাজনীতিক ছিলেন। তার মতো রাজনীতিক এখন নেই। স্বীকার না করে উপায় নেই যে, নেতার প্রতি কর্মীর শ্রদ্ধা এবং কর্মীর প্রতি নেতাদের মমত্ব আজকাল নেই বললেই চলে। এটা সত্যিকার অর্থে এক ধরনের সংকট। এই সংকট থেকে মুক্তি না পেলে দল, দেশ, সমাজ শুদ্ধ হবে না।’
বুধবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত অগ্নিযুগের বিপ্লবী, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক পুলিন দে’র ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা প্রয়াত অধ্যাপক পুলিন দে যে স্বাধীন, মুক্ত ও যুক্ত বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে চুরমার করে দিয়ে নেহেরু-প্যাটেল-জিন্নাহ ষড়যন্ত্রে পাকিস্তান নামক একটি অবৈজ্ঞানিক, অবাস্তব ও সাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হয়। এর ফলে বাঙালির পায়ে নতুন করে দাসত্বের শৃঙ্খল আবদ্ধ হয়। তা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন তারই সহযোদ্ধা ছিলেন পুলিন দে। তিনি প্রকৃত অর্থে আপাদমস্তক বিশুদ্ধ রাজনীতিক এবং শুদ্ধাচারি মানুষ ছিলেন।’
স্মরণসভায় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম