১ ডিসেম্বর, ২০২৩ ১৬:৪৪

চট্টগ্রামে শতভাগ ফেল করা তিন কলেজের কাছে ব্যাখ্যা চেয়েছে শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে শতভাগ ফেল করা তিন কলেজের কাছে ব্যাখ্যা চেয়েছে শিক্ষাবোর্ড

ফাইল ছবি

এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা নগরীর চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজ, খাগড়াছড়ির মহালছড়ি বৌদ্ধ শিশুঘর স্কুল অ্যান্ড কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রধানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক জাহেদুল হক এ চিঠি দেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, শতভাগ ফেল করা তিন কলেজ প্রধানের কাছে কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এসব কলেজে শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তার ব্যাখ্যা পত্র জারির সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে পাঠাতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর