চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই বসতঘর পুড়ে গেছে। শনিবার রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোল মোগরা গ্রামের পেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরে থাকা স্বর্ণালংকারসহ জিনিসপত্র পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম