২৭ মে, ২০২৪ ২০:৪৬

চসিকের চার ওয়ার্ডে পাহাড় ধস রোধে কার্যক্রম পরিচালনা করবে ৩ সংস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিকের চার ওয়ার্ডে পাহাড় ধস রোধে কার্যক্রম পরিচালনা করবে ৩ সংস্থা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চারটি ওয়ার্ডে পাহাড়ধসের কারণে সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করবে জিএফএফও, সেভ দ্য চিলড্রেন ও ইপসা। সোমবার চসিকের সভাকক্ষে প্রকল্পের অবহিতকরণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চারটি ওয়ার্ড হল নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর, ৮ নং শুলকবহর, ৯ নং উত্তর পাহাড়তলী এবং ১৪ নং লালখানবাজার।  

প্রকল্পের আওতায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কার্যকরকরণ, কমিউনিটি ভলান্টিয়ার, শিশু ও যুবদলকে সংগঠিত করা, রিসোর্স পুলসহ বিভিন্ন গ্রুপকে নানাবিধ প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক বার্তা প্রদান, সভা ও ক্যাম্পেইন করা হবে। এছাড়া রেইন গেজ, সয়েল ময়েসচারসহ বিভিন্ন ক্ষেত্রে ডিভাইস প্রতিস্থাপনের মাধ্যমে কারিগরি সাপোর্ট প্রদান করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু। প্রকল্প সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা (এন্টিসিপেটোরি এ্যাকশন) আবু তৈয়ব। প্যানেল আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মো. শাহীন উল ইসলাম চৌধুরী, চসিক দুর্যোগে ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর সালেহ আহম্মদ চৌধুরী, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারহাদুল আলম, ফায়ার সার্ভিস এন্ড সোসাইটির উপপরিচালক দীনমনি শর্মা, উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ, নাগরিক সমাজ প্রতিনিধি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদিকা সুলতানা, চুয়েট নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক শিক্ষক শাহজালাল মিশুক, জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ( পিআইও) আব্দুল বাসেত, প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর