চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়াপাড়া এলাকায় মাছ বোঝাই চলন্ত মিনি ট্রাকের ওপর গাছ পড়ে পড়ে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। তারা হলেন- হানিফ, আলভী, ওসমান, রুবেল, নজরুল ও বাপ্পী। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মমহাসড়কে পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ উদ্দিন গিয়াস জানান, গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী চলন্ত মিনি ট্রাকের ওপর মহাসড়কের পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে। এতে মিনি ট্রাকের পেছনে থাকা ১ ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল