চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় রুনা আক্তার (২১) নামের এক তরুণী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুনা স্থানীয় সিঙ্গাপুর প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, রবিবার বিকেলে রুনার শশুরবাড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় নিথর দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে উদ্ধারের পর ওই গৃহবধুর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রির্পোট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম