চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে মহাসড়কের ইন্দ্রপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা একটি লবণবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাক চালকসহ ৫ জন আহত হয়। এরা হলেন- বাসযাত্রী মো. মামুন (১৯), মেহেরাব (২১), গিয়াস উদ্দিন (৪৫), মো. ইমরান (২৪) ও ট্রাকের চালক মো. জয়নাল (২৪)।
বিডি প্রতিদিন/এএম