কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মুহাম্মদ শাহেদ বলেছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কোনো ধরনের অস্থিরতা ও অরাজকতা দেখতে চাই না। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা অতীব জরুরি। অস্থিরতা দূর করার একমাত্র সমাধান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
সোমবার নগরীর ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ওসমান গণি সিকদার, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ডবলমুরিং থানা যুবদল নেতা একরাম সিদ্দিকী, আবদুল্লাহ আল আজাদ, রাকিবুল হাসান রাসেল, মো: রাজিব উদ্দিন, আবদুল শুক্কুর ইমন, মো: সোহেল আরমান, মিজানুর রহমান লিটন, মো: সেলিম, মো: ফারুক খান, জয়নাল আবেদীন মানিক, মো: আসিফ, শামিম আহমেদ, জিয়াউদ্দিন রুবেল, শফিউল আলম শফি, মো: আমিন, মো: মামুন আহমেদ, জয়নাব মিয়া সোহেল, মো: ইসকান্দর, মো: সাদমান, রফিকুল আলম ভূঁইয়া, সাজ্জাদ হোসেন সহ ডবলমুরিং থানা যুবদল ও ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        