চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) নামে এক দর্জি নিহত হয়েছে। নিহত সুবীর উপজেলার পুরানগড় ইউনিয়নের উত্তর পাড়ার অরুণ চক্রবর্তীর পুত্র। এ ঘটনায় নিহত সুবীরের ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তীও আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে এঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সুবীর চক্রবর্তী নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিস্তারিত পরে জানানো হবে।
আহত প্রবীর চক্রবর্তী বলেন, আমি পুরানগড়ের শীলঘাটায় পল্লী চিকিৎসা সেবা প্রদান করি। আমার ভাই সুবীর চক্রবর্তী একই জায়গায় সেলাই কাজ করে। রাত দশটার দিকে আমরা দোকান বন্ধ করে বাড়ির কাছাকাছি এলে সুশীল দাশ নামক এক প্রতিবেশী আমাদেরকে আলাপের কথা বলে ডাকেন। আমরা গেলে রূপক দাশ, দ্বীপ্ত দাশ, সুদীপ্ত দাশ, অলক দাশসহ আমাদের জায়গা জমির বিরোধীয় পক্ষের প্রায় ১৫/২০ জন লোক আমাদের উপর হামলা করে। তাদের ছুরিকাঘাতে আমার ভাই সুবীর নিহত হয়। আমিও আহত হই। নিহত সুবীরের দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        