চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় সৈয়দ আহমদ (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় নদীর তৈলারদ্বীপ সেতুর নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সৈয়দ প্রবাসী ছিলেন। তার বাড়ি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সৈয়দ আহমদের বিরুদ্ধে ডাকাতির মামলা ছিল। তিনি মামলার ভয়ে দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন। গত মাসে তিনি দেশে আসেন। শুক্রবার (৩ মে) ভোররাতে পুলিশ আসার খবর শুনে পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাড়ি থেকে পালানোর জন্য সাঙ্গু নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রবিবার সকালে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে তীরে নিয়ে আসেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে। তবে পুলিশ তাকে ধরার জন্য কোনো অভিযানে যায়নি বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম