চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজাহান (৫৪) ট্রেনে ওঠার সময় পা ফসকে নিচে পড়ে গিয়ে মারা গেছেন।
সোমবার দুপুরে আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া নয়াপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে। পরে রাতে রাজধানী নেওয়ার পথে তিনি মারা যান। মোহাম্মদ শাহজাহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল লতিফের ছেলে। মোহাম্মদ শাহজাহানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওই শিক্ষকের সঙ্গে থাকা কড়ইয়া নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম বলেন, শিক্ষক মোহাম্মদ শাহজাহানের কোন সন্তান নেই। তাই তিনি বোনের ছেলেকে (ভাগিনা) ছোটবেলা থেকে নিজের কাছে রেখে সন্তানের মত পড়ালেখা করিয়েছেন। গত রবিবার তাকে প্রাইভেট মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি সংক্রান্ত বিষয়ে সিলেট যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।
ব্রাহ্মণবাড়িয়া নয়াপাড়া স্টেশনে যাত্রাবিরতি সময় তিনি নাস্তা কিনতে নামেন। কিন্তু তিনি নাস্তা নিয়ে আসতে আসতে ছেড়ে দেয় ট্রেন। ওই সময় বন্ধ হয়ে যাচ্ছিল ট্রেনের দরজা। দৌঁড়ে এসে ট্রেনের দরজায় পা দিতেই তাতে আটকে যান তিনি। এই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছুদূর নিয়ে যাওয়ার পর লোকজনের চিৎকার ও চেঁচামেচিতে ট্রেনটি থামে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/নাজমুল