চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া এলাকায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) রাত থেকে রবিবার (১১ মে) দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দুইজন সড়ক দুর্ঘটনায় এবং একজন গাড়ি মেরামত করতে গিয়ে চাপা পড়ে মারা গেছেন।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন জানান, রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুর বাজার এলাকায় পাশের খালে ময়লা ফেলে ফেরার সময় ঢাকামুখি একটি গাড়ির নিচে চাপা পড়েন ওই এলাকার নৈশপ্রহরী মো. হাসান (৪৫)। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনার পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাতে একই মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঢাকামুখি একটি কাভার্ডভ্যান সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাক চালকের সহকারী মো. সৈকত (২৬) সড়কে ছিটকে পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে লোহাগাড়া উপজেলার কালাউচার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু জানিয়েছেন, রবিবার দুপুরে ওই ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণপার্শে ব্রিকফিল্ড এলাকায় একটি নষ্ট জিপ গাড়ি মেরামত করছিলেন মো. বারেক (২৩) নামের এক যুবক। এসময় ওই জিপটি তার গায়ের উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত বারেক পুঁটিবিলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএ