চট্টগ্রামের বাঁশখালীতে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম মোহাম্মদ ফিরোজ (৩৬)। তিনি উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার বাড়ির মৃত মো. এয়াকুব আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, সকালে গ্রামে নিজের কাঁকরোলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর ফিরোজকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/নাজিম