চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৬) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলক‚প ইউনিয়নের পূর্ব শীলক‚প গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী জানান, সকালে ফিরোজ তার নিজের সবজি ক্ষেতে কাঁকরোল তুলতে গিয়েছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যে অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম