চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইনজামুল হক জসিমকে মেয়ের জন্মদিন অনুষ্ঠান থেকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও এনসিপি নেতাকর্মীরা। শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে নগরীর ২নং গেট এলাকার একটি রেস্টুরেন্টে গিয়ে তাকে অবরূদ্ধ করা হয়। পরে তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নেতাকর্মীদের অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় পটিয়ায় ছাত্রদের ওপর হামলা ও গুলি চালানোর নেতৃত্বে ছিলেন ইনজামুল হক। তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক, হত্যাচেষ্টার মামলা রয়েছে। শনিবার রাতে তাকে দেখতে পেয়ে আন্দোলনকারীরা পুলিশকে খবর দেন।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জানান, পাঁচলাইশ থানায় সোপর্দ করার পর তাকে নিয়ম অনুযায়ী পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, শনিবার রাতে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর পটিয়া থানায় হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ