চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ব্যাক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুুলাই) দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী এলাকায় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। রাসেল সাতকানিয়া পৌর এলাকার সাবেক কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের নেতা।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি রাসেল উদ্দীন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ