ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় রত্না চৌধুরী (৪০) নামের এক নারী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে কুমিরা ডিএবি পেট্রোল পাম্পেরে সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রত্না সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকার বাসিন্দা। এই ঘটনায় অন্তত ১৫ জন কমবেশি আহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন গুরতর আহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোমেন জানান, সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী ১৭ নম্বর রুটের একটি লোকাল বাস ডিএবি পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম জানান, গুরতর আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়। বেলা দুইটার দিকে চিকিৎসকরা রত্না চৌধুরীকে মৃত ঘোষণা করেন। বাকী সাতজন এখন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- বাস চালক মো. জাহেদ (২৪), বাসের যাত্রী গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) ও রতন চৌধুরী (৪০)।
বিডি প্রতিদিন/জামশেদ