চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বলেছেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে সবাইকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।
সোমবার নগরীর পাঁচলাইশ জুলাই স্মৃতি উদ্যানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
ডিসি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-তরুণদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। এর বাইরে তাদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আকতার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ