চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগারপাস মোড় এলাকায় যানবাহনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, দুর্ঘটনার পর আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ কারণে চমেকের মর্গে লাশ রাখা হয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/এএম