চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার একটি নালা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে স্থানীয় বাসিন্দারা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
খুলশী থানার ওসি আফতাব হোসেন জানান, লাশটি নালার পানিতে উপুড় হয়ে ভাসছিলো। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিলো। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।
বিডি প্রতিদিন/এএম