শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকার ১৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৭ জুলাই রাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার টহল চলাকালীন কর্ণফুলী চ্যানেল থেকে সন্দেহজনক ১টি কাঠের বোট আটক করা হয়। পরে বোটটি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকার ১৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, আটক পাচারকারী ও বোট বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম