চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সবগুলো সেবা সংস্থাগুলোর সমন্বয়ের বিকল্প নেই।
মঙ্গলবার চসিক কার্যালয়ে নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের সেবা সংস্থাগুলোকে নিয়ে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। গত সোমবার জলাবদ্ধতার পর চসিক সবগুলো সেবা সংস্থা নিয়ে এ বৈঠক করে।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী (অ. দা.) ফরহাদুল আলম, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম,
তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শওকত ইবনে সাহীদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম মামুনুল বাশরী, জেলা প্রশাসন কার্যালয়ের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউসসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি, চসিকের বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তবৃন্দ।
চসিক মেয়র বলেন, সব সেবা সংস্থাগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে, এই তিন মাসে যদি আমরা রেজাল্ট পেতে চাই। জনগণকে যদি আপনারা স্বস্তিকর অবস্থায় রাখতে চান তাহলে এই তিন মাস এটা কন্টিনিয়াস প্রসেসে কাজগুলো করতে হবে। আপনাদেরকে যখন যে নির্দেশনা দেই, জনগণের মতামত আপনাদের কাছে তুলে ধরি তা আপনাদের সম্পন্ন করতে হবে। আমি চলে আসলে কাজ বন্ধ করা যাবে না। খাল-নালাগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে ক্লিন রাখতে হবে।
সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, কর্ণফুলীর ডাউন স্ট্রিমে ড্রেসিং করতে হবে, যাতে দ্রুত পানি অপসারিত হয়। সিডিএ’র জলাবদ্ধতা প্রকল্প নিরসন প্রকল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রকল্পটি নগরীর জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বন্দরের চীফ হাইড্রোগ্রাফার কমান্ডার মো. ওবায়দুর রহমান বলেন, আমাদের চেয়ারম্যান বলেছেন প্রজেক্ট নেওয়ার যেটা শুধু খালগুলোর মুখকে টার্গেট করে কাজ করবে। এটা আমাদের টেন্ডার হয়ে গেছে। দ্রুততম সময়ের মধ্যে খালগুলোর মুখ ক্লিয়ার করা শুরু হবে।
আইইবি চট্টগ্রামের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, সোমবার প্রবল বৃষ্টি-জোয়ারের পানিতে কিছু এলাকায় রাস্তায় পানি জমে। তবে আশার কথা, আগে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে পানি চার পাঁচ দিন থাকত। এখন আমি বক্স কালভার্টটা পরিস্কারের পর একটা বেনিফিট হয়েছে। পানি দ্রুত সরে যাচ্ছে। জলাবদ্ধতা কমাতে চসিককে এ ধরনের টেকিনিক্যাল জায়গাগুলোতে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/নাজিম