রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে ট্রাকের চাপায় শাহীন আলম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহীন মাদারীপুর জেলার কালকিনী উপজেলার আতাহার আলীর ছেলে এবং খিলগাঁও মডেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
নিহত শাহীনের মামা মোহাম্মদ আলী জানান, ভোরে নামাজ পড়ে হাঁটতে বাহির হলে ফ্লাইওভারের নিচে একটি ট্রাক শাহীনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল আলম ঘটনা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব