সাভারের পৌর মেয়র রেফাত উল্লার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার ভোর রাতে মেয়রের উলাইলের কর্নপাড়ার বড় বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন- মেয়রের স্ত্রী সাবিনা রেফাত (৫৫), ছেলে ছাব্বির (২৪) ও মেয়ে রিমি (১৩)। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ভোর রাতে পৌর মেয়রের কর্নপাড়ার বড় বাড়িতে গেটের তালা ভেঙ্গে ২০/২৫ সদস্যর একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা ওই তিনজন কুপিয়ে ৪০ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ তিন লক্ষ টাকা দুটি ল্যাপটপসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জান বাংলাদেশ প্রতিদিনকে জানায়, এই ডাকাতি না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাভারে আলোচিত রানা প্লাজার চার্জসিটভুক্ত আসামি ও নাশকতার মামলায় বর্তমানে পৌর মেয়র রেফাত উল্লাহ কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব