আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের মানবজাতির জন্য একটা উদাহরণ।
বুধবার বেলা সাড়ে ১১টায় রিভিউ আবেদনেও সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তুরিন আফরোজ আরও বলেন, সাকা চৌধুরী ও মুজাহিদ রায় বাতিলে নানা রকম কুট কৌশল চালিয়েছিল কিন্তু সবকিছুর ছাপিয়ে ফাঁসির রায় বহাল রাখার মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব