রাজধানীর খিলগাঁওয়ে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার হুমকিদাতা ও হত্যার পর ইন্টারনেটে দায় স্বীকারকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট দুপুরে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাটে ঢুকে নিলয়কে (৪০) হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রী ও বোনকে নিয়ে ওই বাসায় থাকতেন গণজাগরণ মঞ্চের এই সক্রিয় কর্মী।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব