একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার রায় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ দণ্ড কার্যকর এখন সময়ের ব্যাপার।
মাহবুবে আলম বলেন, চট্টগ্রামে সাকা চৌধুরী যা করেছেন তা অভাবনীয় । তাকে চারটি চার্জের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা আর কাউকে দেওয়া হয়নি। এটা মুক্তিযুদ্ধের আরেকটি বিজয়।
মুজাহিদের রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে সন্তোষ প্রকাশ করছি এজন্য যে তাকে শাস্তি দেওয়া হলো বুদ্ধিজীবী হত্যা মামলায়। ১৯৭১ সালের ১৩-১৪-১৫ ডিসেম্বর যত সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে সেটা পৃথিবীর আর কোথাও করা হয়নি। এই বিচার যদি আমরা না পেতাম তাহলে অতৃপ্তি থেকে যেতো। এ রায় আমাদের শক্তি, সান্ত্বনা।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা