‘ন্যায়বিচারের জন্য সর্বশেষ আল্লাহর দরবারে আসামিরাই ফরিয়াদ জানাবেন’ বলে মন্তব্য করেছেন মুজাহিদ ও সাকা চৌধুরীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বুধবার জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ ও ফাঁসির রায় বহাল থাকার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, মৃত্যুদণ্ড বাতিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। চূড়ান্ত আইনি লড়াই চালিয়েছি। সাকা চৌধুরী একাত্তরে ঘটনার সময় পাকিস্তানে ছিলেন এবং মুজাহিদ কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না- সে বিষয়ে দালিলিক ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছি। আদালত সেসব বিবেচনায় নেননি, ফাঁসি বহাল রেখেছেন। আমরা হতাশ।
এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, আইনগত আর কোনো প্রক্রিয়া নেই। এখন ন্যায়বিচারের জন্য আসামিরা সর্বশেষ আল্লাহর দরবারেই ফরিয়াদ জানাবেন।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৫/মাহবুব