নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘হাসান আজিজুল হককে নিয়ে আমরা গৌরব করি। কিন্তু আমাদের গৌরবকে ভূলুন্ঠিত করার জন্য জঙ্গিবাদি জামাত-শিবির তাকে হত্যার হুমকি দিয়েছে। কিন্তু একজন লেখক কিংবা একজন শিল্পীকে হত্যা করে কন্ঠস্বরকে কখনোই স্তব্ধ করা যাবেনা।’
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকির প্রতিবাদে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিতে আমরা দ্বিধাবোধ করব না। আমরা লড়াই করব এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মাটিতে এই জঙ্গিবাদিদের কবর রচনা হবে।’
এসময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক, রাবি কেন্দ্রীর সাংস্কৃতিক জোটের সভাপতি দেবশ্রী মন্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন