'ফ্রেমে, প্রেমে দুই বাংলা' স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত দুই বাংলার চলচ্চিত্র উৎসব আজ বুধবার থেকে শুরু হয়েছে। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-ভারত চলচ্চিত্র মৈত্রীর রাজশাহী চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. আবদুল খালেক, ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক এবং রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মানজারেহাসীন মুরাদ, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি প্রেমেন্দ্র মজুমদার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি বেলায়াত হোসেন মামুন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইফসুফ। অনুষ্ঠানে চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত এবং বাংলাদেশের বিশিষ্ট সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
চলচ্চিত্র উৎসবে সত্যজিত্ রায়, জহির রায়হানসহ বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য চলচ্চিত্রকারদের ২০টি কালজয়ী চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া চলচ্চিত্রের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সেমিনারে আলোচনা উপস্থাপন করবেন চলচ্চিত্রকার আবু সাইয়ীদ, ড. সাজেদুল আওয়াল, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৫/শরীফ