চট্টগ্রাম বন্দরে ভ্রাম্যমাণ আদালত ১২টি নৌযানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও এক লাখ ৯১ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।
চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেম বলেন, চ্যানেলে বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভার লোডিং, লাইসেন্স না থাকা ও বে ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় অভিযোগে ১২টি নৌযানকে সাড়ে ৩ লাখ জরিমানা করা হয়েছে। একই অভিযানে এক লাখ ৯১ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন