আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে বিজিবির টহল অব্যাহত থাকবে।
বুধবার (১৮ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা (বিজিবি) মহসীন রেজা এক বার্তায় এ তথ্য জানান।
এরআগে সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।