ইন্টারনেট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারদের ভুলের কারণে আজ বুধবার দুপুরে প্রায় সোয়া এক ঘণ্টা সারা দেশে ইন্টারনেট সংযোগ ছিল না।
বিষয়টিকে একধরনের যান্ত্রিক ত্রুটি বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সঙ্গে আজ দুপুরে ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন বিটিআরসির সচিব সারোয়ার আলম জানান, ‘যারা গেটওয়ে সার্ভিসগুলো চালায়, তারা ভুল করে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করতে বলা হয়েছিল। তবে তারা মেইন সুইচটাই বন্ধ করে দিয়েছিল। ফলে কিছুক্ষণ ইন্টারনেট ছিল না।’
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন