শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে নয় কেজি ওজনের ৮২ পিস স্বর্ণের বারসহ একব্যক্তিকে আটক করেছে কাস্টমসের গোয়েন্দা বিভাগ। যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা বলে বিমানবন্দর কাস্টমস সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তির নাম সাইফুল আলম (৪৬)। বার বাড়ি চট্টগ্রামের রাউজানে।
কাস্টমসের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, ওমানের রাজধানী মাস্কেট ছেড়ে আসা একটি বিমানে করে তিনি শাহ আমানত বিমানবন্দরে আসেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাইফুল আলম লাগেজ ও ব্যাগ নিয়ে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত কর্মকর্তাদের। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে নয় কেজি ওজনের ৮২পিস অবৈধভাবে আনা স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন