জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের মেয়াদকালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কর্মকমিশন ২০ হাজার ৭৮৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে।
তিনি বুধবার সংসদে সরকারি দলের সদস্য বেগম মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৭টি বিসিএস পরীক্ষার মাধ্যমে কমিশন বিভিন্ন ক্যাডারে এসব নিয়োগের সুপারিশ করে।
মন্ত্রী বলেন, এরমধ্যে ২০০৮ সালে অনুষ্ঠিত ২৮তম বিসিএস-এ ২ হাজার ১৯৫ জন, ২০০৯ সালে অনুষ্ঠিত ২৯তম বিসিএস-এ ১ হাজার ৭৪৭ জন, ২০১০ সালে অনুষ্ঠিত ৩০তম বিসিএস-এ ২ হাজার ৩৮৫ জন, ২০১১ সালে অনুষ্ঠিত ৩১তম বিসিএস-এ ২ হাজার ৯৮ জন, ২০১১ সালে অনুষ্ঠিত ৩১তম বিসিএস-এ (বিশেষ) ১ হাজার ৬৭৫ জন, ২০১২ সালে অনুষ্ঠিত ৩৩তম বিসিএস-এ ৮ হাজার ৫০৬ জন এবং ২০১৩ সালে অনুষ্ঠিত ৩৪তম বিসিএস-এ ২ হাজার ১৭৭ জন।
তিনি বলেন, আগামী বছরের ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। একই মাসে ৩৭তম বিসিএস-এর বিজ্ঞাপন প্রকাশ করা যাবে বলে কমিশন আশাবাদী।