রাজধানীর সোয়ারীঘাট এলাকার একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দিনগত রাত পৌনে একটার দিকে ওই এলাকার মদিনা ট্রেডার্সের পাশে এ তুলা কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে সদর দফতরের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন