রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হোসনে আরা (৪৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, গত শুক্রবার ৪০ শতাংশ বার্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন হোসনে আরা।
ওই ঘটনায় স্বামী আলমগীর হোসেন (৬০) ও মেয়ে সামলীলা আলম ত্রপীও (১৯) অগ্নিদগ্ধ হন।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন