মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার জামায়াতের হরতাল প্রতিহত করতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান এইচ সরকার বলেন, দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের দাবিতে শুক্রবার বিকাল ৩টায় গণজাগরণ মঞ্চ শাহবাগ মোড়ে গণমিছিল করবে। এটি আমাদের রেগুলার কার্যক্রম। সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে অবস্থান থাকবে।
তিনি বলেন, অবৈধ সংগঠন জামায়াত হরতাল ডেকেছে। আমরা জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছি এবং প্রতিহত করতে রাস্তায় নেমেছি।
জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশবাসী জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে। তাই সরকারের উচিত অবিলম্বে জঙ্গি সংগঠন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা।
এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, হরতাল প্রতিহত করতে শাহবাগে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। আর মাঝে মধ্যে হরতাল বিরোধী মিছিল হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন