রাজশাহী মহানগরী রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ৪ রাউণ্ড গুলি উদ্ধারসহ ইয়াসিন আলী (১৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর বহরমপুর এলাকা থেকে আটক করা হয়েছে। অাজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে র্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চক দুর্গাপুর এলাকার বজলুর রহমানের ছেলে।
র্যাব জানায়, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাকে হাতেনাতে আটক করতে হড়গ্রাম র্যাব ক্যাম্পের দল বেশ কিছুদিন ধরে তৎপর ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে অস্ত্র ব্যবসায়ী ইয়াসিন অস্ত্র বিক্রির জন্য নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর বাইপাস এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি মোবাইল সেট উদ্ধারসহ ইয়াসিন আলীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৫/ রশিদা