অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জাফরান হাসানকে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান আদালত পুলিশের সহকারী কমিশনার আব্দুল আহাদ চৌধুরী।
এর আগে গত ১০ নভেম্বর অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জুলহাস বিশ্বাস, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবীকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ চারজনকে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে কুপিয়ে খুন করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে। অনন্ত হত্যা মামলায় দৈনিক সবুজ সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মান্নান রাহী অনন্ত হত্যায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামী জুলহাস বিশ্বাস, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবী ও জাফরান হাসানকে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মলিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠুকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদের পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৫/ রশিদা