জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রামের রাজপথে সরব আছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। হরতালের সমর্থনে জামায়াতের কোনো মিছিল-সমাবেশ দেখা যায়নি। রাস্তায় নামেননি জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ভোর ৬টায় হরতাল শুরুর পর থেকেই নগরীর ২৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। হরতালে নাশকতা মোকাবেলায় এসব পয়েন্টে অবস্থান করেন দলীয় নেতাকর্মীরা। কিন্তু এর বিপরীতে জামায়াত বা শিবিরের কোনো তৎপরতা দেখা যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) নাজমুল হাসান বলেন, হরতালে জামায়াত-শিবির কোথাও মিছিল-সমাবেশ করেতে দেখিনি। ভোর থেকে রাস্তায় পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, ২৩ পয়েন্টে দলীয় নেতাকর্মীদের অবস্থান ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৫/ রশিদা