চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৪ লিটার চোলাই মদ ও এক কেজি ১২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান বলেন, মিরসরাই, জোরারগঞ্জ ও সীতাকণ্ড থানা পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে চারজন জামায়াত ও দু’জন শিবির কর্মীকে আটক করেছে। তাছাড়া নিয়মিত মামলা ও পরোয়ানামূলে আরও ৬২ জনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৫/ রশিদা