রাজশাহীর তানোর উপজেলায় জমি দখল করাকে কেন্দ্র করে ভাগ্নে আজাহারের ধারালো হাঁসুয়ার কোপে মামা খায়রুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বোন জামাই ও ভাগ্নেদের হামলায় এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল উপজেলার চাপড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় খায়রুলের অন্য দুই ভাই গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন: নূরুল ইসলাম (৫০) ও সাইদুর রহমান (৪০)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে নিহত খায়রুল ইসলামসহ তিন ভাই আলুর জমিতে আইল বাঁধতে যান। এসময় বোন জামাই আজিম আলী, তার ছেলে আজাহারসহ কায়েকজন এসে খাইরুল, নূরুল ইসলাম ও সাইদুর রহমানের ওপর হামলা করে। আজাহারের হাসুয়ার কোপ খাইরুলের গলায় লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এছাড়াও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অপর দুই ভাইকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আজিমসহ তার ছেলেরা পালিয়ে যায়। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৫/ রশিদা