চট্টগ্রামে পৃথক ঘটনায় ১২ হাজার ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়। বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে নগরীর মইজ্জ্যারটেক টোল প্লাজার সামনে পণ্যবোঝাই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পুলিশ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় কাভার্ড ভ্যানসহ চালক রনু বড়ুয়াকে (৪৫) আটক করা হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গাড়িটি ইয়াবা নিয়ে টেকনাফ থেকে নগরীতে যাচ্ছিল। চালকের সিটের পাশে গ্লাসের নিচে বাক্সের মধ্যে ইয়াবাগুলো পাওয়া যায়। এ সময় চালককে আটক করা হলেও সহকারি পালিয়ে যায়। আটকের পর চালক বলেছেন, তিনি বদলি চালক। টেকনাফ থেকে আরেকজন চালক কাভার্ড ভ্যানটি নিয়ে এসেছিলেন। মাঝপথে রনু বড়ুয়া চালকের দায়িত্ব নেন। আমরা বিষয়টি যাচাই বাছাই করে দেখছি। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক রনু বড়ুয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কুতপালং গ্রামের ভূপেন্দ্র রায়ের ছেলে।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসটিও আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ ইউনিয়নের দালমারা গ্রামের বাসিন্দা আদম আলী হালদারের ছেলে সরোয়ার (২৫), আকন্দা ইউনিয়নের শফিপুর গ্রামের বাসিন্দা মো. সেলিমের ছেলে কামরুল ইসলাম (২২) ও মৌলাদি ইউনিয়নের শফিপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে রাজীব সর্দার (৩০)।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, ২ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। একটি মাইক্রোবাসে করে ইয়াবাগুলো তারা কক্সবাজার থেকে নিয়ে আসছিল। তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব