রাজশাহীর বাগমারায় দুই ভাইয়ের লাঠির আঘাতে আবদুর রহমান (৫৫) নামের আরেক ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবদুর রহমান উপজেলার বিহানালী গ্রামের মৃত ওসিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আবদুর রহমানের ছেলে ইসাহাক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ইসাহাকের চাচা সুরুজের ছেলের সঙ্গে তার সাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় আবদুর রহমানের সঙ্গে অপর দুই ভাই সুরুজ ও শামসুলের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরই এক পর্যায়ে সুরুজ ও শামসুল মিলে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে মাথায় আঘাত পেয়ে আবদুর রহমান গুরুতর আহত হন। বুধবার গভীর রাতে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, মারামারির ঘটনা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব