যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর তার লাশ চট্টগ্রামের রাউজানে প্রবেশ ও দাফন প্রতিহত করা হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রাউজান উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেরী বৃহস্পতিবার মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যলয়ের সামনে সাকার ফাঁসি কার্যকরের দাবিতে গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, মুসলিম লীগের তৎকালীন নেতা ফজলুল কাদের চৌধুরী ছেলে রাজাকার বাহিনীর প্রধান সাকা চৌধুরী ১৯৭১ সালে রাউজানে নিরীহ লোককে গুলি করে হত্যা করেছে। সাকা ৭১ এর ন্যায় রাউজানে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে। গত ৩০ বছরে রাউজানসহ চট্টগ্রামে হাজারো আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে।
সাকার ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, আওয়ামীলীগের নেতা নুরুল ইসলাম শাহজান, শাহ আলম চৌধুরী, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, ইরফান হোসেন চৌধুরী, জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান দিদারুল আলম, মোজাহিদ উদ্দিন চৌধুরী লিংকন, আকতার হোসেন ভুলু, প্রিয়তোষ চৌধুরী, কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর সামিমুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, নুরুল আমিন, যুবলীগ নেতা নাছির উদ্দিন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রানা, শওকত হোসেন, তছলিম উদ্দিন, হাসান মোহাম্মদ রাসেল, মিটু চৌধুরী, হাজী মঈনুদ্দিন মোস্তাফা দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব