রাজধা্নীর নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সোনিয়া আক্তার মরিয়ম (২৫) নামে রূপালী ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। সন্ধ্যা ৭টায় মহিলা হোস্টেলের ২১০ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে আনা হয়।
মরিয়মের প্রেমিক শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তিনি খবর পান মরিয়ম ঘুমের ওষুধ খেয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। এসে জানতে পারেন, কর্মজীবী হোস্টেলের দুই মহিলা তাকে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে গেছেন।
তিনি আরও জানান, মরিয়ম বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার উত্তরপাংশা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। তিনি ধানমন্ডি শাখার রূপালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। মরিয়মের সঙ্গে তার সাত/আট বছর ধরে সম্পর্ক।
শাহাদাত হোসেনের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। তিনি রাজধানীর টিচার্স ট্রের্নিং সেন্টারে বিএড ট্রের্নিং করছেন।
ঢাকা মেডিকেলের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাত হোসেনকে আটক করে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে। মনিয়মের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন