সিলেট হুমায়ুন রশিদ চত্বরে গ্রিন লাইন বাস কাউন্টারের পেছন থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নতুন পাতারিয়া গ্রামের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৪) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা মৃত ব্রজরাজ তালুকদারের ছেলে বিজিত তালুকদার (৩৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব ৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন