চট্টগ্রাম নগরীতে ৩৮ কেজি গাঁজা ও ৫ লাখ ৯২ হাজার ৩০০ টাকা এবং ২ হাজার ভারতীয় রুপিসহ দুই নারীকে আটক করা হয়েছে।
এছাড়াও তাদের কাছ থেকে ৩৬০টি মোবাইল ফোনসেট ও সিমসহ একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৭ এর একটি দল।
বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন