চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় বৃহস্পতিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে শিবিরের এক কর্মীসহ ৭৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে লোহাগাড়া থেকে দুই হাজার পিস ইয়াবা, ৪২ লিটার চোলাই মদ ও ৫৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান আটকের বিষয়টি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে সীতাকুণ্ড থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলায় ১১ জন এবং সাজা পরোয়ানামূলে ৫৩ জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন